উখিয়ায় ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রেজু খাল সংলগ্ন উপকূলীয় এলায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার মিটার কারেন্ট ও ২৫শ মিটার চট জাল জব্দ করেন উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।

আজ শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রেজু খাল সংলগ্ন উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ৪টি অবৈধ জাল মজুদকৃত স্থান হতে প্রায় ৩২,০০০ মিঃ কারেন্ট জাল ও সমূদ্র উপকূলের বিভিন্ন স্থান হতে প্রায় ২,৫০০ মিঃ চট জালসহ ৮টি মশারি জাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দকৃত জালসমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ উখিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড, ইনানী রেঞ্জ, বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। তিনি বলেন, সম্মিলিত অভিযানের উদ্দেশ্য উপকূল হতে অবৈধ জালসমূহ নির্মূল করার পাশাপাশি এর কুফল জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং মৎস্য সম্পদের টেকসই বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা নিশ্চিত করা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.