রাজনৈতিক কারনে এলাকাবাসীর বিভাজন কাম্য নয়ঃ মোসলেম

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বোয়ালখালী’র কধুরখীলকে শান্তির জনপদ রাখতে চাই। কোন প্রকার রাজনৈতিক সংঘাতে জড়িয়ে এলাকাবাসীর মাঝে বিভাজন আনতে চাইনা।

এলাকায় তথা পুরো বোয়ালখালীতে প্রতিটি দলের প্রতিটি কর্মীকে এলাকার স্বার্থ ও সম্মানের কথা ভেবে রাজনীতি করার আহবান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুঁচিয়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বস্বীকৃত আশ্চর্যজনক উন্নয়নের সুফল সর্বস্তরের জনগণ ভোগ করছে। সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের ফলে সামনের দিনগুলোতে গ্রাম শহরে পরিণত হবে।

এই লক্ষ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হতে দেশে শান্তি বজায় রাখতে হবে। বাস্তবতা না মেনে রাজনীতি করলে বি এন পি তাদের অবস্থান আরো হারিয়ে ফেলবে বলে মন্তব্য করে বলেন আর্দশহীন রাজনীতি পরিহারের সুসময়কে কাজে লাগাতে হবে।

আজ শনিবার (২ ফেব্রুয়ারী) বোয়ালখালীর পশ্চিম কধুরখীলে সর্বস্তরের ঐক্য গড়ে তোলার লক্ষে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিক তালুকদারের সভাপতিত্বে ও বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহাজাদা মিজানুর রহমান ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফের যৌথ সঞ্চালনায় বিশাল ও ব্যতিক্রমী আনন্দ আয়োজনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম সেলিম, বোয়ালখালী জাতীয় শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা,

বোয়ালখালী উপজেলা কৃষকলীগ সভাপতি শফিকুল আলম, এম এ ইসা, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান মো: মোকারম, মোয়াজ্জেম হোসেন বাদল, প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: শফি, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, বোয়ালখালী উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, আলহাজ্ব দিদারুল আলম, মো: আবু কাউছার দক্ষিণ জেলা যুবলীগ নেতা শফিউল আজম শেফু, কমান্ডার হারুন মিয়া, তারেকুল ইসলাম, এড: কিরণ, সাজ্জাদ হোসেন, কাজী রাসেল, মিলটন প্রমুখ।

আয়োজনে সংগীত পরিবেশন করে এ প্রজন্মের সাড়া জাগানো শীল্পি দীপা, রাজীব ও যুশী বড়ুয়া দর্শকদের আনন্দ দেয়। শেষ পর্বে র‌্যাফেল ড্রর মাধ্যমে ১৩০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.