সংসদ অধিবেশনে যোগ দিলেন মাশরাফি

0

সিটি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে যোগ দিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্যাপটেন নবনির্বাচিত সাংসদ মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি। কিন্তু বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সংসদ অধিবেশনে প্রথম দিনে যোগ দিতে পারেননি মুর্তজা।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিলেন ক্রিকেট তারকা মাশরাফি বিল মর্তুজা।

আজ খেলা নেই। কিন্তু বিশ্রাম নেয়ারও সুযোগ নেই। তাই বিপিএলের কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংসদে গেলেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজা।

আজ বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.