‘পপগুরু’ আজম খান মরণোত্তর একুশে পদক পাচ্ছেন

0

সিটি নিউজ ডেস্কঃ  শিল্পকলায় (সংগীত) অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন বাংলা পপ সঙ্গীতের পথিকৃৎ আজম খান।

আজ বুধবার (৬ ফেব্রুয়ারী) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকের জন্য তিনিসহ মনোনীত ২১ জনের নাম ঘোষণা করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।

আজম খানের হাত ধরেই বাংলা গানে পাশ্চাত্যের ঢং লেগেছিল, বিশ্ব সংগীতে বাংলা গান খুঁজে পেয়েছিল নতুন মাত্রার আশ্রয়। তাই তাকে বাংলাদেশের পপ সংগীতের অগ্রদূত হিসেবে ‘পপগুরু’ বলা হয়।

একাধারে তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, গিটারিস্ট ও গীতিকার। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল দুলাল’, ‘অনামিকা চুপ’, ‘সারা রাত’ ইত্যাদি।

প্রতিভাবান সাহসী, নিরহঙ্কার, মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে পরাজিত হন গত ২০১১ সালের ৫ জুন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.