এড.হরি সাধনের অমর কীর্তি চির অম্লান থাকবে

0

সুজিত দত্তঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, কীর্তিমানের মৃত্যু নেই। প্রয়াত এড. হরিসাধন দেব ব্রহ্মণ জনগুরুতপূর্ণ কাজ করতে কখনো কোন টাকা পয়সা গ্রহণ করতেন না। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় জন সচেতনতা সৃষ্টির পাশাপাশি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আজীবন নির্লোভ এ মানুষটির স্মৃতি রক্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন হুইপ বলেন আরো বলেন, পটিয়া থেকে চট্টগ্রাম বাস ভাড়া ৫ টাকা নির্ধারণে মহামান্য হাইকোর্ট এমনকি সুপ্রিমকোর্ট পর্যন্ত মামলা লড়ে জয়লাভ করে ছিলেন এড. হরি সাধন।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারী) সুপ্রিম কোর্টের আইনজীবী পটিয়ার গৌরব সংসদসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, জাতীয় পানচাষী সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট হরি সাধন দেব ব্রহ্মণ এর নাগরিক শোকসভা প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইম সামসুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

শোকসভা কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, শিক্ষাবিদ আবদুল আলম, বিমল মিত্র, মাজেদা বেগম শিরু, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, এড. মোয়াজ্জেম হোসেন, এড. কবি শেখর নাথ পিন্টু, আইয়ুব বাবুল, প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, পুলক দাশ, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা হাবিবুল হক, নুর আলম সিদ্দিকী, দেবর্ষী চক্রবর্ত্তী, তাপস কুমার দে, জীতেন কান্তি গুহ, স্বপন মিত্র, প্রয়াতের পুত্র রাহুল দেব ব্রক্ষণ প্রমুখ।সঞ্চালনায় ছিলেন মাস্টার শ্যামল দে।

এতে সামশুল হক চৌধুরী এমপি আরো বলেন, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে মার্কিন যুক্ত রাষ্ট্রকে চট্টগ্রাম বন্দর ইজারা প্রদানের তৎকালীন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে তা বাতিল করতে সরকারকে বাধ্য করে ছিলেন। বলতে গেলে কালজয়ী এ রকম দেশ প্রেমিক নেতার আজ বড় অভাব। তার অবদান যুগে যুগে চির অম্লান থাকবে। হুইপ আরো বলেন, তার বাড়ীর সড়কটির নাম তার নামে করার মাধ্যমে তার স্মৃতি ধরে রাখা হবে। সভার শুরুতে এড. হরি সাধনের প্রতিকৃতিতে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.