বোয়ালখালীতে এক সড়কে এক দশকের ভোগান্তি

0

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে কধুরখীল ৯নং ওয়ার্ডের বিশ্বেম্বর দাশ সড়ক দয়ারাম খালের গর্ভে বিলীন হয়ে যাওয়ায় গত একদশক ধরে ভোগান্তি পোহাচ্ছেন শতাধিক পরিবার।

মাত্র ৪০০ মিটার দৈর্ঘ্যের এ সড়কে সেতু-কালভার্ট আছে, তবে খালের ভাঙনে বিলীন হয়ে গেছে সড়ক প্রায় অংশ। তবে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সড়কে জোড়াতালি দিয়ে সাঁকো বানিয়ে নানা ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছেন।

সাবেক ইউপি সদস্য মুনমুন দাশগুপ্ত, ব্যাংকার দীপক চৌধুরী ও শিবু দত্ত জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক সংস্কারে কোনো উদ্যোগে না নেওয়ায় গত এক দশকে সড়কটি খালের গর্ভে বিলীত হয়ে যাচ্ছে। সড়ক না থাকায় এ এলাকা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ডা. অসীম কুমার চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কটি খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার জনসাধারণ চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছে।

ইউপি সদস্য শংকর চন্দ বলেন, সড়কটি সংস্কার ও খালের ভাঙন রোধে বিশাল বাজেটের প্রয়োজন। যা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব নয়।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপজেলা উপ সহকারি প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, ‘সড়কটি খালের ভাঙনে প্রায়ই বিলীন। ফলে সংস্কার নয়, বলতে গেলে পুন:নির্মাণ করতে হবে সড়কটি। খালের ভাঙন রোধে ওয়াল নির্মাণ ও সড়কটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ করতে হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.