চট্টগ্রামে হত্যা মামলার ৩ আসামী অস্ত্রসহ গ্রেফতার 

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ ১টি দেশীয় বন্দুক, ৪টি কার্তুজসহ একটি হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।

আজ রবিবার (১৭ ফেব্রুয়ারী)দেড়টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদ দাইয়াপাড়া ও পানওয়ালাপাড়ার নবী কলোনীর খালি মাঠের দক্ষিণ পাশথেকে এদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ মো. সোহেল রানা প্রঃ সোহেল (২৮), পিতা- মৃত বেদারুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং- নওয়াজেসপুর, ১৫নং ওয়ার্ড, সোনামিয়া চৌধুরী বাড়ী, পোঃ নওয়াজেসপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মগপুকুরপাড়, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম এবং মুরাদপুর, রেল বিটের পার্শ্বে, মোহাম্মদপুর কবরস্থানের পার্শ্বে, ভাড়াঘর, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম, মোঃ এমরান (২১), পিতা- মৃত শফিকুল ইসলাম পলাশ, মাতা- ছেমন আরা বেগম, সাং- জয়নগর, রেনু মিয়ার বাড়ী, পোঃ চাঁদগাজী, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, বর্তমানে- টাইগারপাস রেলওয়ে কলোনী, ০৯নং বিল্ডিং, থানা-খুলশী, জেলা- চট্টগ্রাম ও মোঃ সুমন (২৭), পিতা- মৃত ছাবেদ আলী, মাতা- ছালেহা আক্তার, মাটিনা গোদা, ০৭নং ইউপি, হাজী মঞ্জু মিয়ার বাড়ী, পোঃ চান্দগাও, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, বর্তমানে- টাইগারপাস রেলওয়ে কলোনী, আনোয়ারের ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম।
তারা ডবল মুরিং থানার একটি হত্যা মামলার (নং ১১ তাং-৮/১/১৯ইং) আসামী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, বিগত ২৫ অক্টোবর ২০১৮ পূর্ব শত্রুতার জের ধরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ দাইয়াপাড়ার মৃত ইয়ার মোহাম্মদ এর ছেলে মোঃ আব্দুল আজিজ জনি’কে হত্যার উদ্দেশে পেটে এবং ডান উরুতে ছুরি মারে। পরে জনি গত ২৯ জানুয়ারী মারা যায়। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে আসামীরা পলাতক ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.