শুক্রবার ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা

0

ঢাকা অফিস  :     আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ বৈঠকের সভাপতিত্ব করেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেন। এদিন তারা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকেন। তবে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে সোমবার হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

জিলহজ মাস শুরু হবে বুধবার থেকে। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিন আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান আল্লাহর নামে পশু কোরবানির মাধ্যমে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.