সীতাকুণ্ডে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

0
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে। জানা যায়,গত রবিবার রাত ১০টায় ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন ও ওসি (অপারেশন) মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ ফোর্স নিয়ে বাড়বকুণ্ড মুসা কলোনীর রাস্তার উপর তৌহিদের বাড়ীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতরা হলো-শাহ্ আলমের পুত্র মোঃ ইলিয়াছ  সমুন (৩২), মোঃ আলীর পুত্র মোঃ নাঈম উদ্দিন (২০), মৃত নুরুল ইসলামের পুত্র মহরম আলী (৩২)। তাদের সকলের বাড়ী বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পুলিশ ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয়
তৈরী এলজি,২টি কার্তুজ,১টি কিরিচ ও ১টি পাইপগান উদ্ধার করে।
উল্লেখ্য যে, সারারাত ডাকাত ধরার অভিযানটি পরিচালনা করেন সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী শাহা ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন। ঐ রাতেই আরো
অভিযান পরিচালনার সময় ১০ লিটার মদসহ ১ জন সম্প্রতি শিক্ষক হত্যা মামলার ৩ আসামী ও আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামীকে আটক করে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন,যে কোন মূল্যে এলাকাকে ডাকাত বা ডাকাতি মুক্ত করবো।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.