দুর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের সিএমপির  প্রশিক্ষণ 

0

কারেন্ট টাইমসঃ  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে গাড়ি চালক ও হেলপারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব হারুন-উর-রশিদ হাযারী কর্মশালাটি উদ্বোধন করেন।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সদরঘাট থানাধীন ট্রাফিক (উত্তর) এর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটের গাড়ি চালক ও হেলপার প্রশিক্ষণের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন। চালক ও হেলপারদের প্রজেক্টরের মাধ্যমে গাড়ি চালনা, দূর্ঘটনা প্রতিরোধ, বিভিন্ন সংকেত, যাত্রী সেবার মান উন্নয়নসহ ট্রাফিক সম্পর্কিত বিবিধ বিষয় সহজবোধ্য ভাবে উপস্থাপন করা হয়।

এসময় সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব সুলতান মোহাম্মদ আলী খান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মিজানুর রহমান, টিআই প্রশাসন (উত্তর) জনাব সুভাষ চন্দ্র দে সহ বিভিন্ন মোটরযানের মালিক, শ্রমিক নেতা ও ড্রাইভারগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.