চট্টগ্রাম হচ্ছে অর্থনীতির লাইফ লাইনঃ বাণিজ্য মন্ত্রী

0

কারেন্ট টাইমসঃ  বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন মানে সারা দেশের উন্নয়ন। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। এ বন্দর নগরীতেই সব ধরণের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব। তবে এজন্য দেশে ব্যবসা বান্ধব ও ব্যবসায়ের উপযুক্ত পরিবেশ গড়ার দায়িত্ব সরকারের। চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠান সমৃদ্ধ হলে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হবে চট্টগ্রাম।

আজ (৬ মার্চ) চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি নিজেও একজন ব্যবসায়ী। আমি জানি ব্যবসায়ীদের সমস্যাটা কোথায় হয়। ব্যবসায়ীরা জানবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ব্যবসা বান্ধব সরকার, এটা আমি প্রমাণ করব।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। এজন্য চট্টগ্রামের উন্নয়নের যেকোন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে পাশ হয়। দেশে এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে যেন বিদেশিরাও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল আলম চৌধুরী নওফেল বলেন, রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার সেই উদ্যোগ নেবে যাতে বিভাগীয় শহরগুলো নিজ নিজ মহিমায় গড়ে উঠতে পারে। দেশে সুষম উন্নয়ন হবে।

নওফেল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ব্যবসার রাজধানী হবে চট্টগ্রাম। বাস্তবায়নাধীন প্রকল্প সমাপ্ত হলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা, কস্ট অব ডুয়িং বিজনেস বাড়ানোর বিষয় বাণিজ্যমন্ত্রী জানেন।

এবারের মেলায় অংশ নিচ্ছেন দেশি-বিদেশী ৪৫০টি প্রতিষ্ঠান। এচাড়াও ভারত, কোরিয়া, ইরানও মেলায় অংশ নিচ্ছেন। প্রথম বারের মত ই-টিকিটিং ও এস.এম.এস এর মাধ্যমে দর্শনার্থীদের টিকিট ক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মাসব্যাপী এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। টিকিটের মূল্য ১২ টাকা।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.