রোশন মহানামা আইসিসি থেকে পদত্যাগ করবেন

0

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান রোশন মহানামা আইসিসির এলিট ম্যাচ রেফারি প্যানেল থেকে পদত্যাগ করবেন। খবর ক্রিকইনফোর। পরিবারকে আরো বেশি সময় দিতে এবং নিজের ব্যবসায় বাড়তি নজর দেয়ার জন্য তিনি এই বছরের শেষ দিকে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মহানামা ২০০৪ সালে আইসিসির এলিট প্যানেলে যোগ দেন। ৫৮টি টেস্ট, ২২২টি ওডিআই এবং ৩৫টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন তিনি। দায়িত্বে ছিলেন তিনটি বিশ্বকাপ এবং ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, যথা সময়ে মহানমার পরিবর্তে অন্য কারো নাম ঘোষণা করা হবে।

‘এটি আমার জন্য সত্যি কঠিন একটা সিদ্ধান্ত। ক্রিকেটই আমার প্যাশন। জীবনের ৪০টা বছর ক্রিকেটার, কোচ এবং আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাটিয়ে দিলাম। কিন্তু জীবনে কিছু সময় আসে, যখন বাধ্য হয়ে অন্য কিছু করতে হয়। আমার পরিবারের সঙ্গে থাকার এটাই উপযুক্ত সময়।’ বলেন মহানামা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.