কম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্কঃ ফিফা প্রীতি ম্যাচে র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ৫ মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফেরা বাংলাদেশ দল কম্বোডিয়াকে হারিয়ে এখন অনেক উজ্জিবিত জানালেন টিম ম্যানেজার।

আজ শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে গোলটি করেন রবিউল হাসান। খেলার দ্বিতীয়ার্ধে তথা ৮২ মিনিটে তিনি গোলটি করেন।

এরপর ৮৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও তা গোলে পরিণত করতে পারেননি সেই রবিউল। আর কোনো গোল না হওয়ায় প্রীতি ফুটবল ম্যাচটিতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

নমপেনে স্বাগতিকদের বিপক্ষে ফিফা’র প্রীতি ম্যাচ জয়ে হয়তো র‌্যাংকিংয়ে খানিকটা এগোবে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে কম্বোডিয়া ১৭২, বাংলাদেশ ১৯২।

এর আগে কম্বোডিয়ার বিপক্ষে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে কম্বোডিয়াকে ২-১ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ। ২০০৭ সালে ভারতের নেহেরু কাপে কম্বোডিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এরপর ২০০৯ সালে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ দল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.