ব্রাহ্মণবাড়িয়ায় কওমিদের ধাওয়ায় সুন্নিদের মানববন্ধন পণ্ড 

0

সিটি নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদরাসা ছাত্রদের ধাওয়ায় বিশ্ব সুন্নি আন্দোলনের  ঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দাবিতে আয়োজিত মানববন্ধন পণ্ড হয়ে গেছে।

আজ সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে সুন্নি আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা। মানববন্ধন চলাকালে কওমি মাদরাসার ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে মানববন্ধনকারীদের ধাওয়া করে।

এ ঘটনায় সুন্নি আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির বলেন, মানববন্ধনকে ঘিরে দু’পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.