দায়িত্ব পালনে অবহেলা সহ্য করা হবে নাঃ সীতাকুণ্ডে কবিতা খানম

0

কামরুল ইসলাম দুলুঃ নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, নির্বাচনের উৎসব যাতে শংকায় পরিণত না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না। নির্বাচন বাঁধাগ্রস্ত করা যাবে না।

আজ বুধবার (১৩ মার্চ) বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তাগনের সাথে মতোবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এছাড়া বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আমাদের নির্দেশনা যাতে বক্তব্যর মধ্যে সীমাবদ্ধ না থাকে।এতো কিছুর পরও নির্দেশনার কোনো ব্যত্যয় হলে তা ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দেন বেগম কবিতা খানম।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মিল্টন রায় এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.