মানুষ সচেতন হলেই মাদক দমন সম্ভব-স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিটি নিউজ,চট্টগ্রাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসা ছাড়া আরও আনেক ব্যবসা রয়েছে, মাদক ব্যবসা ছেড়ে দিয়ে অন্যান্য ব্যবসা করুন। জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অন্যায়ের কাছে মাথানত নয়, এ শিক্ষা দিয়েছেন মাস্টার দা সূর্যসেন। দেশের মানুষ সচেতন হলেই মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মার্চ) একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথিরর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরীর নিকসন এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে জলিলনগর হয়ে রাউজান থানায় গিয়ে রাউজান থানা ভবন ১ম তলা (দক্ষিণ দিক) ২য়, ৩য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও দক্ষিণ রাউজানে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.