রওশন এরশাদ উপনেতা প্রজ্ঞাপন জারি

0

সিটি নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জাপা প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ জাতয় সংসদের উপনেতা পতে জি এম কাদেরকে আউট করে রওশন এরশাদকে ইন করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বেগম রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে ।

আজ রবিবার (২৫ মর্চ) স্পিকারের আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের বিরোধী দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ২৩ মার্চের পত্রের প্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে ‘বিরোধী দলীয় নেতা উপ-নেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ মোতাবেক জাতীয় সংসদের বিরোধীয় দলীয় উপ-নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এইচএম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জিএম কাদেরকে অপসারণ করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে রওশন এরশাদকে। পার্টির গণতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.