বিআরটিএর পরিচালককে আদালতে তলব

0

সিটি নিউজ ডেস্কঃ  হাইকোর্ট রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন ।

আজ বুধবার (২৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এই সুয়োমুটো (স্বপ্রণোদিত) আদেশ দেন।

আগামী ৩০ এপ্রিল বিআরটিএর রোড সেফটি পরিচালককে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘনা ঘটছে, আবার ফিটনেসবিহীন গাড়ি চলছে। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে। ঢাকায় ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৭০ হাজার তা ওই পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.