সীতাকুণ্ডে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে মহান স্বাধীনতা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন শেষে উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিশাল গণ সংবর্ধণা দেয়া হয়েছে। জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের বিশাল গণসংবর্ধণা সভা উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক অফিসার মো মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলম, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার আলিম উল্ল্যাহ, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এম সেকান্দার হোসাইন, ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিকে সকালে উপজেলা চত্বরে প্রসাশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুল হক।

এছাড়াও সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদ,সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পুষ্প অর্পন শেষে সীতাকুণ্ড সরকারী হাই স্কুল প্যারেড মাঠে কুচকাওয়াজ, যেমন খুশী তেমন সাজো,বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.