উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের দূত ক্রিস্টিন

0

 শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার।

আজ রবিবার (৩১ মার্চ) দুপুর বারোটার দিকে পরিদর্শন করেন। এসময় মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার একাধিক নারী -পুরুষের সাথে কথা বলেছেন।এছাড়া রোহিঙ্গারা নোয়াখালী ভাসানচরে যাবে কিনা মতামত নিতে ক্যাম্পে আসেন।এসব বিষয়ে কোন কিছু মন্তব্য করেনি।এরপরই প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

শরনার্থী ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামীকাল সোমবার আমার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।দুই মাসের মাথায় আবার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেে এসেছেন এ মিয়ানমারের বিষয়ক দূত।

দুই মাস আগে তিনি এক সফরে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।রোহিঙ্গারা বলেছেন মিয়ানমারের ফিরতে রাজি আছি। তবে ভাসানচরে যাব না।শুনেছি ওখানে পানি উঠে।উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিরাজুল মোস্তফা বলেন,সবাই গেলে আমার পরিবার যাবে না হলে যাব না।

একই ক্যাম্পের সেতারা বেগম ও আলমাছ খাতুন বলেন এখানে মরে গেলে ও যাব না।  দুপুরে কক্সবাজারের উদ্দেশ্য ক্যাম্প ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.