বোয়ালখালীতে বাল্য বিয়েঃ বাবা-চাচাকে জরিমানা

0

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা ও চাচাকে গুণতে হলো ১০হাজার টাকা জরিমানা।

আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ- দেন।

তিনি জানান, উপজেলার পশ্চিম কধুরখীল ইয়াছিন হাজীর বাড়ির এসএসসি পরীক্ষার্থী রোকসানা আকতারের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের আয়োজন করে তার পরিবার।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ধারায় মেয়ের বাবা মো. ইউনুছ মিয়াকে ৫হাজার টাকা ও চাচা মো. জসিমকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পূর্বে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয় বলে জানান তিনি।

মেয়ের বাবা ইউনুছ মিয়া বলেন, রোকসানা আকতার পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সাথে পূর্ব গোমদ-ীর বদিউল আলমের ছেলে প্রবাসী শাহাদাতের আকদ হওয়ার কথা ছিলো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.