বাংলাদেশ ফুটবল ৪ ধাপ উন্নতি ফিফা র‍্যাংকিংয়ে

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন তার লক্ষ্য ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশকে ১৫০’র ভেতরে নিয়ে আসা। জেমি ডে’কে প্রাথমিকভাবে সফলই বলা চলে। কেননা তার অধীনেই অনেকদিন পর বাংলাদেশ ফুটবল দল ১৯০’র ঘর থেকে বের হতে পেরেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক ঘোষিত ৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।

সবশেষ ৭ ফেব্রুয়ারির র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ দলের অবস্থান ছিলো ১৯২। ৪ এপ্রিল প্রকাশিত র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশের নতুন অবস্থান ১৮৮। কম্বোডিয়ার বিপক্ষে পাওয়া জয়ে ২ রেটিং যোগ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৯০৯।

অন্যদিকে, বরাবরের মতো র‍্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর কোনো ওলটপালট হয়নি। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম ধরে রেখেছে নিজেদের শীর্ষস্থান। দুইয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাঁচে ক্রোয়েশিয়া।

এছাড়া শীর্ষ দশের বাকি পাঁচ দল হলো, উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ১৩ নম্বরে। আর্জেন্টিনা অবস্থান করছে ১১তে। নেদারল্যান্ডস ১৬ এবং ইতালি ১৭ নম্বরে অবস্থান করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.