এলআরবিতে যোগ দিলেন বালাম

0

লাভ রান্‌স ব্লাইন্ড (এলআরবি)। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় রক ব্যান্ডটির ২৮তম জন্মদিন আজ। গেল বছর ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।

এরপর কয়েকটি কনসার্টে আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ারকে দেখা গেছে ভোকাল হিসেবে। শুক্রবার (৫ এপ্রিল) ব্যান্ডটির জন্মদিনে দলটির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। এখন থেকে এলআরবির ভোকাল তিনি। রাজধানীর ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে এলআরবির জন্মদিনের অনুষ্ঠান থেকেই ঘোষণা করা হয়, এখন থেকে এই ব্যান্ডের ভোকাল বালাম।

এ ব্যাপারে বালাম বলেন, ‘এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনোদিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিতে। আপনাদের ভালোবাসা চাই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ফুয়াদ নাসের বাবু, এলিটা করিমসহ অনেকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.