বাফুফে নির্বাচনে পুনরায় নির্বাচিত কিরণ

0

সিটি নিউজ ডেস্ক :  এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

শনিবার ৬ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির কংগ্রেসে এক ভোটাভুটিতে সদস্যপদে তিনি নির্বাচিত হয়েছেন।

এই পদে এএফসির দক্ষিণ জোন থেকে তার একমাত্র প্রতিপক্ষ ছিলেন মালদ্বীপের মারিয়াম মোহাম্মদ। ভোটাভুটিতে কিরণের কাছে তেমন পাত্তাই পাননি মারিয়াম। কিরণ পান ৩১ ভোট। মারিয়ামের বাক্সে জমা পড়ে ১৫ ভোট।

এই পদে কিরণ আগেও ছিলেন। এবারের বিপুল ভোটে আরেকবার নির্বাচিত হওয়ায় আগামী চার বছরের জন্য এএফসির নির্বাহী কমিটির সদস্য থাকছেন তিনি।

এই পদে নির্বাচিত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই কিরণ আর্ন্তজাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাউন্সিলের সদস্য পদও পাচ্ছেন।

নির্বাচনে এএফসির সব পদে নির্বাচন হয়নি। এএফসির বর্তমান প্রেসিডেন্ট বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে কিছুদিন আগে একটি মানহানি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিলো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করেছেন-এই অভিযোগ এনে এক ফুটবল সংগঠক মামলা ঠুকে দেন। সেই মামলায় তাকে কিছুদিন হাজতে কাটাতে হয়। বর্তমানে কিরণ সেই মামলায় জামিনে আছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.