এক হাতে মোবাইল এক হাতে ড্রাইভিং

0

গোলাম সরওয়ারঃ চট্টগ্রাম নগরীতে চলাচলরত বেশীরভাগ যানবাহনের চালক অপ্রাপ্ত বয়স্ক। গাড়ী চালায় বেপরোয়া। এক হাতে মোবাইলে কথা এক হাতে ড্রাইভিং।

এদের কোন ড্রাইভিং লাইসেন্স না থাকলেও পুলিশের দেওয়া টোকেনই এদের রক্ষা কবচ। চট্টগ্রামের দূর পাল্লার বেশীর ভাগ গাড়ীও দুর্ঘটনায় পতিত হচ্ছে চালকের অসতর্কতার কারনে।

এক হাতে মোবাইলে কথা বলার কারনে। পুলিশ দেখলেও কিছু করে না। যাত্রীদের জীবন তাদের হাতে যেন পান্তা ভাত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.