ভারতে মাওবাদীদের হামলায় বিজেপির বিধায়কসহ নিহত ৫

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে  ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভিসহ পাঁচজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের দন্তেওয়াড়া নামক স্থানে নিহত বিধায়কের নির্বাচনী প্রচারণায় যাওয়া গাড়িবহরে এ হামলা চালানো হয়।খবর এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে। বিধায়ক ছাড়া বাকি চারজন তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ক্ষমতাসীন বিজেপিদলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি ভোটের প্রচারের কাজে যান। সে সময় তার গাড়িতে অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে মাওবাদীরা হামলা চালালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়েছে। কংগ্রেস প্রার্থী দেবতি কারমাকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে তিনি ছত্তিশগড় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়ে একমাত্র যে কেন্দ্রটিতে ভোটগ্রহণের কথা রয়েছে সেটি মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.