চট্টগ্রামে ১লা বৈশাখে বিশাল মঙ্গল শোভাযাত্রা

0

সিটি নিউজঃ ‘নন্দিত স্বদেশ নন্দিত বৈশাখ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ।

আজ রবিবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ সকাল ১০টায় নগরীর সার্সন রোডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি চট্টেশ্বরী, কাজীর দেউড়ী, প্রেসক্লাব, সার্সন রোড প্রদক্ষিণ করে ।

এবারের শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে বিপন্ন কর্ণফুলীকে। প্রতীকী নারীর মুখাবয়বে এক কানে ছিল দুল, অন্যটি খালি। চোখে ঝরছে জল। এছাড়া বড় আকারের মাছ, নৌকা-সাম্পান, হরেক রঙের মুখোশসহ নানান প্রতিকৃতি নিয়ে চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

এদিকে ১লা বৈশাখ উপলক্ষে নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষ তলাসহ সবর্ত্র চলছে মনমাতানো বিভিন্ন অনুষ্ঠান। ছোট বড় সবাই সেজেছে বৈশাখী পোষাকে। নগরীর সব সড়কেই ছিল যানজট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.