বিশ্বকাপ ক্রিকেটে ভারতের দল ঘোষনা

0

স্পোর্টস ডেস্কঃ  ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।  ভারতের প্রধান নির্বাচক এসকে প্রাসাদ, অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী মিলে তৈরি করলেন এই ১৫ সদস্যের দল।

আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ভারতীয় নির্বাচক কমিটি এ দল ঘোষনা করেন।

বিশ্বকাপের দলে কারা কারা থাকতে পারেন, তা নিয়ে আগে থেকেই একটা ধারণা ছিল। তবে কয়েকটি জায়গা নিয়ে আগ্রহও ছিল সবার।

ঘোষিত দলে অধিনায়ক বিরাট কোহালি। তার ডেপুটি রোহিত শর্মা। ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলকে। রাহুল কিপিং করতেও দক্ষ।

উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন, বিজয় শঙ্কর, কেদার যাদব, হার্দিক পান্ডে ও রবীন্দ্র জাদেজা।

দলে স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। আর পেস বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন ভুবনেশ্বর কুমার, মুহাম্মদ সামি ও যশপ্রীত বুমরা।

বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলঃ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.