মাকে মারধর করায় ছেলের কারাদন্ড

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মাকে নেশার টাকার জন্য মারধর করায় ছেলেকে ৪ মাসের কারাদন্ড ও কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৭ এপ্রিল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট শিকদার বাড়ীর জানে আলমের ছেলে মোরশেদ আলম (২০) নেশার টাকার জন্য প্রায় সময় মাকে মারধর ও লাঞ্চিত করে আসছিল।

বিষয়টি পুলিশ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে মোরশেদ আলমকে দন্ড বিধির ১৮৬০ এর ৩১৫ ধারা মতে ৪ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরায় অভিযান চালিয়ে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রির সময় মাটি কাটার একটি স্কেভেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাটির কাটার দায়ে পশ্চিম শাকপুরার মাহবুবুল আলমের ছেলে ব্যবসায়ী মো. জালাল উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. একরামুল ছিদ্দিক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.