চলে গেলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক 

0

সিটি নিউজ ডেস্কঃ  দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধীতে ভূগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। তিনি গত ১১ মার্চ থেকে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

আজ রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮২ বছর।

তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ৭ ভাই এক বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

ব্যারিস্টার আমিনুল হকের চাচাতো ভাই মোহ আতাউর রহমান বলেন, একাদশ জাতীশ সংসদ নির্বাচনের পর তিনি একাধিকবার অসুস্থ হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সর্বশেষ গত ১১ মার্চ ওই হাসাপাতাল হতে ফেরত দিলে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। সর্বশেষ বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.