নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ দাবী

0

সিটি নিউজঃ  দেশের বিভিন্ন স্থানে নারীর শ্লীলতাহানি এবং পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাকান্ড, স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ পূর্বক হত্যা, যৌনহয়রানী প্রভৃতি বরবরোচিত ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের স্কুল ছাত্রী সেতু মন্ডল, গাজীপুরের জেনিফার মণিকা গোমেজ এর উপর পাশবিক নির্যাতন ও হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এই দাবি জানান।

আজ সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী  চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, দিলীপ কুমার মজুমদার, এড. নিতাই প্রসাদ ঘোষ, অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, সাগর মিত্র, কল্লোল সেন, বিজয় কৃষ্ণ দাশ, সুমন কান্তি দে, এড. প্রদীপ কুমার চৌধুরী, জহল লাল চক্রবর্তী, অধ্যাপক শিপুল দে, অজিত শীল, বৃষ্টি বৈদ্য প্রমুখ।

বক্তারা ক্ষোভের সাথে বলেন, আনোয়ারা উপজেলা সদরে শতাব্দী প্রাচীন দক্ষিণেশ^র কালীবাড়ী ও পন্ডিত নিরঞ্জন চক্রবর্তীর বসত ভিটা ভূমিদস্যূ অস্ত্রধারী সন্ত্রাসীরা জোর পূর্বক রেজিষ্ট্রি দলিল সৃষ্টি করে জবর দখলের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে।

ভূমি মন্ত্রীর নির্দেশনা সত্বেও সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনী এজাহার ভুক্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পন্ডিত নিরঞ্জন চক্রবর্তীর পরিবার-পরিজন নিরাপত্তা হীনতার কারণে বাড়ী ভিটা ছেড়ে অন্যত্র বসবাস করছে। ব

ক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রসীদের গ্রেফতার পূর্বক পন্ডিত নিরঞ্জন চক্রবর্তীর পরিবার-পরিজনকে নিজ বসত ভিটায় ফিরিয়ে আনার জোর দাবি জানান। এছাড়াও সাতকানিয়া উপজেলা পুকুরিয়া বণিক পাড়ার শ্রীশ্রী রক্ষা কালি বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ চাই। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর ছাড়াও চট্টগ্রামের ১৫ উপজেলায় পূজা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.