চবি’র ভিসির সাথে ছাত্রসেনা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেকার উদ্দিন চৌধুরী বলেন, আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা ও ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদের এগিয়ে আসতে হবে।

চাকসু নির্বাচনের মাধ্যমে অবিলম্বে ছাত্রপ্রতিনিধি নির্বাচিত হবে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকালে চবি’র ভিসির সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চবি’র নবনির্বাচিত মামুন-মন্জু-জাবের পরিষদ সৌজন্য সাক্ষাতে মিলিত হলে ভিসি এসব কথা বলেন।

চবি ছাত্রসেনার প্রতিনিধি দল ভিসি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আদর্শিক রাজনীতি চর্চায় ছাত্রসেনার দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় আসন্ন চাকসু নির্বাচনে চবি ছাত্রসেনা পূর্নাঙ্গ প্যানেল নিয়ে হাজির হবে। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ ইদ্রিস, নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, ফয়সাল হোসেন জনি, হাফেজ রাশেদুল্লাহ, নোমান রেজা, আ ন ম মঈন উদ্দিন, জামিউল হাসান, হারুনুর রশিদ, তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দীন, রেজাউল মোস্তফা, নুরুন্নবী আবির, মিনহাজুল আবেদিন, সিফাত প্রমূখ। ভিসি নবনির্বাচিত কমিটিকে শুভে”ছা জানান।

উল্লেখ্য,গত ২৫ মার্চ ২০১৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়াম হলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি সম্মেলন ও নবীন বরণ’১৯ ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্টিত হয়। কাউন্সিলের মাধ্যমে মুহাম্মদ মামুনুর রশিদকে সভাপতি, মন্জুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল জাবেরকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পূণাঙ্গকমিটি ঘোষনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.