পাকিস্তানের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ

0

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের জল-হাওয়া গায়ে মাখার সুযোগ তাদের। সেই লক্ষ্যে একটু আগেই ইংল্যান্ডে চলে গেছেন সরফরাজরা। সিরিজের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে শনিবার কাউন্টি দল কেন্টের বিপক্ষে ম্যাচ খেলেছে পাকিস্তান। ওই ম্যাচের আগে পাকিস্তানের কোচ মিকি আর্থার জানান, সেরা প্রস্তুতি নিয়েই ইংল্যান্ড গেছেন তারা।

পাকিস্তান কোচ মনে করেন, ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই তার শিষ্যরা দারুণ কিছু করবে। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৩১ মে উইন্ডিজের বিপক্ষে। তার আগে বিশ্বকাপের অন্যতম চ্যালেঞ্জ ইংল্যান্ডের রহস্যময় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চান তারা।

আর্থার বলেন, ‘যদিও আবহাওয়া এখন ভীষণ ঠান্ডা। তবে এই ধরনের কন্ডিশনে আমরা খেলে অভ্যস্ত। এখানে আমাদেরকে অনুশীলনে দারুণ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। লাহোর থেকেও খুবই ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। তবে গত তিন দিন ইংলিশ কন্ডিশনের অনুশীলন আমাদের কাজে দেবে।’

ইংল্যান্ডের খেলার অতীত অভিজ্ঞতা দলকে বেশ কাজে দেবে বলেও দক্ষিণ আফ্রিকান এই কোচের মত, ‘ইংল্যান্ডে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। যে কারণে এখানকার আবহাওয়ায় আমরা অভ্যস্ত। সে অভিজ্ঞতার কারণেই ছেলেরা এখানে অতি দ্রুত মানিয়ে নিয়েছে। তারা চমৎকার অবস্থায় আছে।’

এছাড়া মোহাম্মদ হাফিজের চোট নিয়ে আর্থার জানান, হাফিজ এখন পুরোপুরি ফিট। বোলিং-ফিল্ডিং করেছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তাকে দেখা যাবে।’ কেন্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেরা একাদশ নামাবেন বলেও জানিয়েছেন আর্থার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.