বর্তমান সরকার সাংবাদিক বান্ধবঃ হুইপ সামশুল হক

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। তিনি সংবাদপত্র শিল্পের সাথে জড়িত সকল সংবাদকর্মীদের যথাযথ মূল্যায়ণে বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে গৃহিত নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব। তাই এ সরকার সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।

তিনি মফস্বল সাংবাদিকদের সুখে-দু:খে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গ্রাম বাংলার উন্নয়নে মফস্বল সাংবাদিকরাই জীবনের ঝুঁকি নিয়ে থাকে। তিনি এ সাংবাদিকদেরকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেন, গ্রাম বাংলার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনি নিশ্চিত করতে হবে। এতে মিথ্যা মামলা হওয়ার ঝুঁকি থাকবে না।

আজ শনিবার (১১ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নব নির্বাচিত নেতৃবৃন্দ কর্তৃক তার সাথে সাক্ষাতকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, হুইপের একান্ত সচিব তৌফিক আল মাহমুদ, সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব।

এসময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মফস্বল সাংবাদিক সমিতির সভাপতি আবদুল হাকিম রানা, সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাবেক সভাপতি নুরুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, বোয়ালখালীর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে আবদুর রাজ্জাক, এটিএম তোহা, সুমন শাহ, এসকেএম নুর হোসেন, স.ম রবিউল হোসাইন, তুষার আহমদ কায়ছার, জসিম উদ্দিন, মাঈন উদ্দিন, নুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, সুজিত দত্ত, কামরুল ইসলাম, এম.এ হামিদ, ছাইদুল ইসলাম, থাপা বড়ুয়া, তৌহিদুল ইসলাম, রিদুয়ানুল হক, আবদুল ওহাব, কায়সার ইসলাম চৌধুরী, রবিউল আলম ছোটন প্রমুখ।প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.