বাঁশখালীতে বুদ্ধ পূর্ণিমাঃ থানা পুলিশের সাথে মত বিনিময়

0

বাঁশখালী প্রতিনিধিঃ সারাদেশে অব্যাহত জঙ্গি গোষ্ঠীর হুমকির কারনে যথাযথ নিরাপত্তা প্রদানের লক্ষে বাঁশখালী উপজেলার ৬ টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিদের সাথে থানা প্রশাসনের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ মে) বিকালে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে থানা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও অংশ নেন ওসি তদন্ত মোঃ কামাল উদ্দিন, জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির, দক্ষিন জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোতানন্দ মহাস্থবির, পুইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির,এস.ধর্মমিত্র থের, জিৎ ভিক্ষু, বাশঁখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, বিপন বড়ুয়া, অনু বড়ুয়া বাবু প্রমুখ।

সভায় আগামী ১৮ মে সারাদেশে অনুষ্ঠিতব্য বৌদ্ধ সম্প্রদায়ের মহান বুদ্ধ পূর্ণিমা শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন অংশগ্রহণকারীরা। এ সময় বাশঁখালরি ৬টি বৌদ্ধ মন্দিরে সরকার তথা বাশঁখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ থেকে সিসি ক্যামরা প্রদানের আহবান জানানো হয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.