স্বস্তির বৃষ্টিতে কমবে তাপমাত্রা

0

সিটি নিউজ ডেস্ক : গত কয়েকদিনে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছিলো। অবশেষে স্বস্তির দেখা মিলেছে। বৃষ্টি হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন যায়গায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সোমবারের মতো আজও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্র আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া সারাদেশে কমবে দিন ও রাতের তাপমাত্রা।

তবে রাজশাহী, পাবনা, মাঈজদীকোর্ট ও রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে এইসব এলাকার মানুষ গরমের কষ্টেই থাকবেন।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। তাই সেই মতো সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ্টি হলে রাজধানীতে যানজটও বেড়ে যায়। সেটাও মাথায় রাখতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.