বন্দুকযুদ্ধে ‘মানবপাচারকারী’ দুই রোহিঙ্গা নিহত

0

টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘মানবপাচারকারী’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) দিবাগত রাতে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২) ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।

পুলিশের দাবি, এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া আহত হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে দুই মানবপাচারকারী নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের এএসআইসহ চারজন।

তিনি আরও জানান, নিহত দু’জনই রোহিঙ্গা মানবপাচারকারী। এ সময় দু’টি দেশীয় অস্ত্র (এলজি), ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.