আলহাজ্ব আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন জনদরদী

0

সিটি নিউজ,চট্টগ্রাম : উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দের পিতা আলহাজ্ব আব্দুল হাকিম মাইজভান্ডারীর ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বিকাল ৪টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ সুফী সৈয়দ আহমদ উল্লাহ এর প্রপুত্র আলহাজ্ব শাহ সুফী সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বলেন, মরহুম আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন জনদরদী ও দানবীর। তিনি তাঁর জীবদ্দশায় মানুষের সেবা করতে পছন্দ করতেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অতুলনীয়। তাঁর এই সমাজ সেবা ধারাবাহিকভাবে তাঁর সুযোগ্য সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম সহ তাঁর পরিবারও করে যাচ্ছেন বলে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।

মোস্তফা-হাকিম কলেজের অধ্যাপক কজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামীলীগের সভাপতি, সুলতান আহাম্মদ, সেক্রেটারী কাজী আলতাফ হোসেন চৌধুরী, সীতাকুন্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওযামীলীগের আহবায়ক এস এস আলমগীর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.