রোজায় খোলামেলা পোশাক পরায় ৩৯ নারীকে শাস্তি

0

সিটি নিউজ ডেস্ক : মালেশিয়ায় রোজার সময় সেক্সি বা খোলামেলা পোশাক পরে বাইরে বেরোনোর অপরাধে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে । দেশটির ইসলামবিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে

গত রবিবার মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে এ শাস্তি কার্যকর করা হয়।

জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, ‘নোটিস করার ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।’

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো বলেন, অভিযানকালে চপেটাঘাতের পর ওই ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও আট নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে।

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরো জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.