পটিয়ায় শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : পটিয়া দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেখ রাসেল বহুমুখী সমবায় সমিতির উদ্যেগে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও অনিক দে সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ সেলিম।

দৈনিক পূর্বকোন পত্রিকার সহ সম্পাদক প্রনব বড়ুয়া অর্ণব, পটিয়া উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিবুল্লাহ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন সভাপতি রণধীর চক্রবর্তী, কানু দে, বিকাশ দে বাবু, অনিক চন্দ্র বিজু, বাবু সন্তোষ চক্রবর্তী, বাবু নিহার চক্রবর্তী, শিক্ষক অরুন মিত্র, সাবেক ইউপি মেম্বার রণধীর চক্রবর্তী, মুহাম্মদ রিজুয়ান কবির, নেপাল মজুমদার, রতন কুমার দে, আবু হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অনুপম কুমার মিত্র, জামাল উদ্দিন, আবু তাহের প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানচিত্র পাল্টিয়ে দিয়েছেন- আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা ও স্বাস্থ্য সেবা এবং দেশের প্রতিটি ক্ষেত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.