চন্দনাইশে সরকারী ডাকঘরের জায়গা উদ্ধার

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার কালীহাট সংলগ্ন সরকারী ডাকঘরের জায়গা দীর্ঘদিন পর উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা।

বুধবার ১৫ মে দুপুরে ডাক বিভাগের মামলার রায়ের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা এক অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি ডাকঘরের ২ শতক ভূমি অবৈধ দখলদার বাইনজুরী ইসাখাঁর ছেলে সৌরভ হোসেন থেকে উদ্ধার করে লাল পতাকা দেন। জানা যায়, দীর্ঘদিন পূর্বে তৎকালীন পোস্টমাস্টার বিশ্বেষর সুচিয়া ডাকঘরের জন্য ২ শতক জমি দান করেন। বিগত ৩ বছর পূর্বে সৌরভ হোসেন ডাকঘরের জায়গা অবৈধভাবে দখল করে টিনের ঘর তৈরি করে রাখে। স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান সহ অন্যান্যরা তাকে দখল ছেড়ে দিতে বললে তিনি দেন নায়।

পরে এ বিষয়ে স্থানীয়রা ডাক বিভাগে অভিযোগ করে। ডাক বিভাগ কর্তৃপক্ষ অবৈধ দখল উচ্ছেদের জন্য মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে ডাকঘরের নামে খতিয়ান সৃজন করে দখল অবৈধ দখল উচ্ছেদের আদেশ হয়। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজির্স্টেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানা পুলিশ, স্থানীয় জন প্রতিনিধির যৌথ উদ্যেগে এ অবৈধ দখল উচ্ছেদ করে বলে জানিয়েয়েছন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.