গ্রামের অসহায় শিক্ষার্থীদের মাঝে স্বপ্নবিলাসের ইফতার বিতরণ

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম :  ভিন্নধর্মী সেবামূলক শিক্ষাপ্রতিষ্টান স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে চন্দনাইশ উপজেলার গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও শুক্রবার ১৭ মে চন্দনাইশ উপজেলার বরকল, কেশুয়া গ্রামের তিনটি শাখায় মোট ৯০ জন (কেশুয়া শাখায় ৪০ জন, উত্তর বরকল ও আব্বাস ফকির বাড়ি শাখায় ৫০ জন) গরীব অসহায় ছাত্রছাত্রীদের ইফতার সামগ্রী বিতরন করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক দিদারুল রশিদ কাজেমী,বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদুল ইসলাম মিয়াজী, সমাজ সেবক জাবেদ হোসেন চৌধুরী টিপু,সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার।

সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুদ্দিন,হেশামুল আলম বাপ্পু,মোহাম্মদ খোরশেদ,মোহাম্মদ এনামুল হক

রিপন,গিয়াস,করিম,রাব্বি,ফরহাদ,আকলিমা খানম সুমাইয়া,নাইমা,আনিস,মাসুদ,মজিদ,নুরহোসেন,এনায়েতহোসেন,জামিউল,সাজিদ,তনিমা,আকসা, তারিন, উর্মি,শাপলাসহ প্রমুখ।

বক্তারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সকল সদস্যদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে গ্রামের দরিদ্র-অসহায়, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মানোয়ন্ননের লক্ষ্যে পরিচালিত সংগঠনটির দিন দিন সফলতার প্রান্তে এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্যের সুরে সঠিক পরিকল্পনায় ভবিষ্যতে সংগঠনকে আরো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষ ভুমিকা পালন করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.