খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।

আজ মঙ্গলবার (২১ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

রিজভী নেতৃত্বে মিছিলে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহাগ, সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, তাঁতী বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, সাবেক সম্পাদক মাহবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক শফিউদ্দিন সেন্টু, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর কাদির ঝিলন।

ঢাকা জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অভি, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সুমন, মুন্সিগঞ্জ জেলার সভাপতি ইদ্রিশ মিয়াজী ভিপি মোহন, সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালু, ডা. মো. জাহিদুল কবির জাহিদ, মো. জসিম উদ্দিন, মোকসেদুর রহমান আবির, মোজাম্মেল হক মৃধা, এস এম সায়েম, সেকান্দার খান বেপারী, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার, আরিফুর রহমান, ড. মো. মফিদুল আলম খান, হাজী আনোয়ার হোসেন, সরোয়ার ভূঁইয়া রুবেল, আবদুল্লাহ আল মামুন, এস এম ডালিম, মোরশেদ আলম, শাহ আলম, আনিসুর রহমান সুজনসহ স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে জীবন বিপন্ন করার পাঁয়তারা করছে। তিনি বলেন, দেশনেত্রীকে কারাগারে রেখে আমরা বাইরে বসে থাকতে পারি না, তার মুক্তির জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে আওয়াজ তুলতে হবে।

রিজভী বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.