শিল্প ও কৃষিতে আমরা সমান তালে এগিয়ে যাচ্ছিঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজঃ সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলে ও শিল্পে বর্তমানে আমরা পিছিয়ে নেই। পোশাক শিল্প বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে স্থান করে দিয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এক সময় কৃষি প্রধান দেশ হলেও বর্তমানে যে গতিতে সরকারী-বেসরকারী পর্যায়ে শিল্পের প্রসার ঘটছে, এক সময় শিল্প প্রধান দেশ হিসেবে আমরা গর্ব করতে পারবো।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই কৃতিত্বের দাবীদার। সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সহজ শর্তে শিল্প প্লট বরাদ্দ দেওয়া, ব্যাংক ঋণের সুদের হার এক ডিজিটে নামিয়ে আনার মতো পদক্ষেপ গ্রহণের কারণে দেশে নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে। নারী উদ্যোক্তাদের জন্য সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে।

খুলশী কনকর্ড টাওয়ারে কালারর্স অব লাইফ ও যুব নারী উন্নয়ন সংস্থা চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে ঈদ বস্ত্র মেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও ইফতারি খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালার্স অব লাইফ এর সভাপতি শাকিলা গাফ্ফার, সংগঠনের সাধারন সম্পাদক কহিনুর রহমান আশার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ডাউন টাউন চট্টগ্রামের সভাপতি এ্যাডভোকেট মোঃ মাঈন উদ্দিন, চট্টগ্রাম ওমেন চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সহ- সভাপতি লায়ন ইসমত আরা বেগম, যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি আঞ্জুমান আরা বেগম, সংগঠক শেখ নাছির আহমেদ, রেজাউল করিম চৌধুরী, আশরাফুল গনি, আনিসুর রহমান মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন ভূইয়া, সরোয়ার জাহান নূর আদিব, পূর্ণিমা চৌধুরী, ফারজানা জুঁই, তাসনুবা তানজিন, শিল্পী চৌধুরী, মোঃ জিল্লু, মোঃ ফরহাদ, টিটু তালুকদার, আরিফুর রহমান অন্তর, ইমতিয়াজ আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন কাপড় ও ইফতারের খাবার তুলে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিগণ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.