মেয়েদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান- প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের কর্মসংস্থানে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গু হয়ে যাবে।। এ জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

রোববার (২৬ মে) সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন্যান্সের বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করতে হবে। তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

সভায় তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান সরকার প্রধান।

তিনি বলেন, জয়িতাটা করার উদ্দেশ্য ছিলো একেবারে তৃণমূলের মেয়েরা যাতে কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে। ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.