ঈদে নতুন সিনেমা ‘নোলক’!

0

সিটি নিউজ ডেস্ক :   ঈদুল ফিতরে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে আলোচিত-সমালোচিত‌ চলচ্চিত্র ‌‘নোলক’। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে জানানো হবে এটি নিয়ে তাদের সবশেষ কার্যক্রম। এরইমধ্যে চল্লিশটির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি চূড়ান্ত হয়ে গেছে। তবে পরিচালক চাইছেন, প্রথম সপ্তাহে ৬০টির বেশি হলে মুক্তি পাক ‘নোলক’।

চলচ্চিত্রটির প্রযোজক ও বর্তমান পরিচালক সাকিব সনেট বলেন, ‘এটি ঈদে মুক্তি পাচ্ছে, এ বিষয়ে কোনও সংশয় নেই। এরই মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে এর বুকিং সম্পন্ন করা হয়েছে।’

অন্যদিকে ২৯ মে কোর্টের রায়ের ওপরই নির্ভর করছে নোলকের সেন্সর স্থগিতের বিষয়টি- দৃষ্টি আকর্ষণ করলে সাকিব সনেট বলেন, তেমনটা কিছুই হবে না। এগুলো বিভ্রান্ত ছড়ানো ছাড়া কিছুই না।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। শুরুতে এর পরিচালক ছিলেন রাশেদ রাহা। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। বন্ধ হয়ে যায় ছবির কাজ। একপর্যায়ে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই।

‘নোলক’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.