বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তৈয়বের ইন্তেকাল

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি, বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রাশিপ এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল ফয়েজ এর বড় ভাই চন্দনাইশ উপজেলার বরকল ১নং ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তৈয়ব (৬৩) গত ১২ জুন বুধবার বাংলাদেশ সময় বিকাল ৬.৩০টায় ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—– রাজেউন)। ইন্তেকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রাশিপের উপদেষ্টা মাওলানা হাফেজ নিজাম উদ্দিন মুহাম্মদ আবু বক্কর, সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি.এম শাহাদত হোসাইন মানিক, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, প্রাশিপ অর্থ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান, সাংবাদিক শাহজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার, বরকল সালামতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন ফিরোজ, বরকল সালামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম, রাজনীতিবিদ মুহাম্মদ মুরিদুল আলম মুরাদ প্রমুখ।

অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোক প্রকাশ করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এ মতিন, সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, প্রচার সচিব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার।

উল্লেখ্য যে, শুক্রবার যথাসময়ে যদি লাশ বাংলাদেশে এসে পৌছোয় তাহলে (১৪ জুন) শুক্রবার বাদে জুমা মরহুমের নিজ গ্রাম বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.