চন্দনাইশে নৌকা প্রার্থীর পরাজয়,নির্বাচিত হলেন জব্বার

0

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে নৌকার প্রার্থীকে পরাজিত করে হ্যাট্রিক বিজয় অর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী।

বৃহস্পতিবার ১৩ জুন চন্দনাইশ উপজেলা নির্বাচনের স্থগিত ২টি কেন্দ্রের ভোট গ্রহন অনুষ্টিত হয়। কেন্দ্রগুলো হলো পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

১৩ জুন এ দুটি কেন্দ্রের নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়। ভোট গণণা শেষে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৮ এবং নৌকা প্রতীকের প্রার্থী একেএম নাজিম উদ্দীন পেয়েছেন ১৭৮ ভোট। অপরদিকে উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৫২৯ ভোট, অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী একেএম নাজিম উদ্দীন পেয়েছেন ৭৫ ভোট।

স্থগিত দু’টি কেন্দ্রে আবদুল জব্বার চৌধুরী মোট পেয়েছেন ৯৫৭ ভোট এবং একেএম নাজিম উদ্দীন পেয়েছেন ২৫৩ ভোট। ফলে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী দোয়াত কলম প্রতীকে ৬৮ কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকের প্রার্থী একেএম নাজিম উদ্দীন পেয়েছেন ১৯ হাজার ৯শ ভোট। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু হাসান ছিদ্দিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.