চন্দনাইশে মুক্তিযোদ্ধা আবু তৈয়বকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

0

সিটি নিউজ,চন্দনাইশ : বিশিষ্ট সমাজ সেবক মরহুম আবদুল গাফফার চৌধুরীর ২য় পুত্র ও বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এর বড় ভাই চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তৈয়ব (৬৪) গত ১২ জুন বুধবার ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—– রাজেউন)। ইন্তেকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল ১৬ জুন রোববার বাদে আছর বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব ওনার প্রদান ও বিকাল ৫.৩০ মিনিটে জানাজা নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ,চন্দনাইশ উপজেলা প্রশাসন,চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,৪নং বরকল ইউনিয়ন পরিষদ,বরকল বদি ভান্ডার দরবার শরীফ,চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম,চন্দনাইশ প্রেস ক্লাব,বরমা প্রেস ক্লাব,ইউনিয়ন আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বরকল এস.জেড.উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি,বরকল ইউনিয়ন যুবলীগ, ইউনিয়ন ছাত্রলীগ,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,বরকল এস.জেড.উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ,বরকল ছালামতিয়া মাদরাসার প্রাশিপ সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন,মৌলভী বাজার পরিচালনা কমিটি ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক,রাজনীতিবিদ,আইনজীবীবৃন্দ,বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে রুহের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.