সীতাকুণ্ডে বেড়িবাঁধ পরিদর্শনে উপমন্ত্রী এনামুল হক শামীম

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ডের আওতায় উপকূলীয় অঞ্চলের পোল্ডার নং ৬১/১ (সীতাকুণ্ড), ৬১/২ (মীরসরাই) ও ৭২ (সন্দ্বীপ) এর বিভিন্ন অবকাঠামো সমূহের ভাঙ্গন প্রতিরোধ,পানি নিস্কাশন এবং সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য পুনর্বাসন শীর্ষক প্রকল্পের কক্সবাজার হইতে সীতাকুণ্ড মিরশ্বরাই মেরিন ড্রাইভ সুপার ডাইনামিক প্রকল্পে সংযুক্ত করন কর্মসূচি ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম।

আজ বুধবার (১৯ জুন) সকালে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় বেড়িবাধ পরিদর্শন করেন। এসময় মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়েরর সচিব মোঃ রোকন উদ-দৌলা, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, নাজিম উদ্দিন, সাদাকাত উল্লা মিয়াজী, শওকত জাহাঙ্গীরসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা-কর্মী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.